মোছা. আতিয়া আক্তার রেণু, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, ঢাকায় এমবিবিএস-এ অধ্যয়নরত। তার হাতেখড়ি হিলি পাবলিক স্কুল থেকেই। স্কুল জীবনের পুরোটাই তার কাটে হিলি পাবলিক স্কুলে। সে অত্যন্ত মেধাবী, অমায়িক, মানবিক গুণসম্পন্ন একজন শিক্ষার্থী। আমরা তার সাফল্যময় সমৃদ্ধ জীবন কামনা করি।