২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি
২০২৬ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক (১ম হতে ৩য়), মাধ্যমিক (ষষ্ঠ ও নবম) এবং অন্যান্য শ্রেণিতে আসন খালি থাকা সাপেক্ষে শিক্ষার্থী ভর্তি চলছে
ভর্তির জন্য প্রথমে আপনাকে অনলাইনে নিচের লিংককে ক্লিক করে সঠিক ভাবে ফরম পুরণ করে প্রাথমিক ভর্তি ফি পেমেন্ট করলে ভর্তির ফরমের অনলাইন কপি পাবেন। সেটি প্রিন্ট করে স্কুল অফিসে জমা করবে ।
লিংক। https://hilipublicschool.com/admission/admission.php
প্রাক-প্রাথমিক [ প্লে ও নার্সারী শ্রেণি ]
লটারীর, অভিভাবকের সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থী ভর্তি করা হয়। সকল শ্রেণির প্রতিটি শাখায় ৩০টি আসন রয়েছে। প্লে শ্রেণি ব্যতিত অন্য শ্রেণিতে ফাঁকা আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করা হয়।
প্রাথমিক [ প্রথম হতে পঞ্চম শ্রেণি ]
লিখিত, মৌখিক পরীক্ষা এবং অভিভাবকের সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য শিক্ষার্থী নির্বাচন করা হয়। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীগণই ভর্তির সুযোগ পায়। সকল শ্রেণির প্রতিটি শাখায় ৩০টি আসন রয়েছে। সকল শ্রেণিতে ফাঁকা আসনের বিপরীতে ভর্তি করা হয়।
মাধ্যমি [ ষষ্ঠ হতে নবম শ্রেণি ]
লিখিত, মৌখিক পরীক্ষা এবং অভিভাবকের সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য শিক্ষার্থী নির্বাচন করা হয়। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীগণই ভর্তির সুযোগ পায়। সকল শ্রেণির প্রতিটি শাখায় ৩০টি আসন রয়েছে। ষষ্ঠ শ্রেণি ব্যতিত অন্যান্য শ্রেণিতে ফাঁকা আসনের বিপরীতে ভর্তি করা হয়।