হিলি পাবলিক স্কুল একটি বিশেষায়িত স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান যা প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিশু-কিশোর শিক্ষার্থীদের সার্বিক শিক্ষা প্রদান করে। হিলি পাবলিক স্কুল প্রতিষ্ঠাতা, উপদেষ্টা পরিষদ, স্কুল ম্যানেজিং কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়।
২০০১ সালে শিক্ষানুরাগী, সমাজসেবক, সাংবাদিক ও গবেষক জনাব এ এফ এম রাফেউল করিম এতদ্ অঞ্চলের শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে ‘হিলি পাবলিক স্কুল’ প্রতিষ্ঠা করেন। সময়ের সাথে তাল মিলিয়ে হিলি পাবলিক স্কুল ক্রমশঃ তার শিক্ষাদান কার্যক্রম আধুনিকায়ন করছে। ফলে হিলি পাবলিক স্কুলের শিক্ষার্থীগণ দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান যেমন-মেডিক্যাল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ (ময়মনসিংহ) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ, স্কলারশিপ অর্জন, কর্মজীবনে প্রতিষ্ঠালাভে সফল হচ্ছে। ইতোমধ্যেই হিলি পাবলিক স্কুলের অনেক শিক্ষার্থী সরকারি ও বেসরকারি বিভিন্ন চাকুরি, ব্যবসাসহ নানাবিধ পেশায় সফলতার স্বাক্ষর রেখে চলছে।
হিলি পাবলিক স্কুল জাতীয় পাঠ্যক্রম অনুসরণ করে যা জাতীয় পাঠ্যক্রম ও টেক্সটবুক বোর্ড (এসসিটিবি) কর্তৃক প্রণীত।
হিলি পাবলিক স্কুল তার শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সৃজনশীল, নৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক এবং নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে নানাধরণের সহপাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনা করে; যা একজন শিক্ষার্থীকে সামগ্রিকভাবে বিকশিত করে।
এই বৈশিষ্ট্যগুলো হিলি পাবলিক স্কুলকে অন্যান্য প্রতিষ্ঠান থেকে আলাদা করেছে।
হিলি পাবলিক স্কুলের শিক্ষা সম্পন্ন করার পর, শিক্ষার্থীরা তাদের নিজ দেশ এবং বিদেশে যোগ্যতা প্রমাণ করেছে।