২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা

২০০১ সালে একটি ছোট স্বপ্ন নিয়ে হিলি পাবলিক স্কুলের যাত্রা শুরু হয়েছিল---এই অঞ্চলের প্রতিটি শিশুকে আধুনিক শিক্ষা, নৈতিকতা, আদব-আখলাক ও কোরআনের আলোয় আলোকিত করে জীবন গঠনে সক্ষম করা।
আজ আমরা ২৪ বছরের পথ অতিক্রম করে ২৫তম বছরে পদার্পণ করলাম। এই যাত্রার প্রতিটি ধাপে আল্লাহর অনুগ্রহ ও মানুষের আন্তরিক ভালোবাসার ছোঁয়া আমি গভীরভাবে অনুভব করছি।
গত ২৪ বছরের দীর্ঘ পথচলায় আমাদের পাশে ছিলেন- অভিভাবক, শিক্ষক-কর্মচারি, শিক্ষার্থী, শুভাকাঙ্খী, সমালোচক এবং নিন্দুক সকলেই।
আপনাদের সহযোগিতা, আস্থা, পরামর্শ, সমালোচনা ও অনুপ্রেরণাই হিলি পাবলিক স্কুলকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। আপনাদের প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অশেষ কৃতজ্ঞতা রইলো।
হিলি পাবলিক স্কুল কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়-এটি মানবিকতা, নৈতিকতা, জীবনগঠন এবং কোরআনের আলোকচ্ছায়ায় আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম গঠনের অঙ্গীকার। আমরা বিশ্বাস করি, শিক্ষা তখনই পূর্ণতা পায় যখন তাতে থাকে জ্ঞান, মূল্যবোধ, ঈমান ও মানবতার প্রতিফলন।
২৫তম বছরে আমাদের নতুন অঙ্গীকার-
১) আধুনিক ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা নিশ্চিত করা
২) বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবনে জোর দেওয়া
৩) কোরআন শিক্ষা, নৈতিকতা ও জীবনগঠনে উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করা
৪) নিজস্ব ক্যাম্পাস নির্মাণ ও উন্নত অবকাঠামো গড়ে তোলা
৫) সকল শিশুর জন্য সহজলভ্য, মানসম্মত ও সমন্বিত শিক্ষা নিশ্চিত করা
হিলি পাবলিক স্কুলের প্রতি আপনাদের ভালোবাসা ও আস্থা আমাদের সবচেয়ে বড় সম্পদ।
আসুন, আমরা সবাই মিলে আগামীদিনের জন্য জ্ঞান, নৈতিকতা এবং কোরআনের আলোকশিখা আরও উজ্জ্বল করে তুলি--একসাথে গড়ে তুলি মানবিক, শিক্ষিত ও আলোকিতি একটি ভবিষ্যৎ প্রজন্ম।
....... এ এফ এম রাফেউল করিম
প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ
হিলি পাবলিক স্কুল

হিলি পাবলিক স্কুল

📍 বাংলাহিলি,হাকিমপুর, দিনাজপুর

📞 01968-803600
✉️ hpshili16@gmail.com

সোশ্যাল মিডিয়া
Visitor Counter

User Now: 10

Today's Visitor: 150

Total Visitor: 270